রাজশাহীতে র্যাবের জালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

- আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো.আলামীন (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মো. আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে। সোমবার (২৩ অক্টোবর) সকালে র্যাব ৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আলমীন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে র্যাব।
পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন করা হয়।
তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।