রাজশাহীতে ইমাম ও মুয়াজ্জিনের সম্মানে প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগ

- আপডেট সময় : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম :
লন্ডন প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী রেজাউল করিমের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে এক ব্যতিক্রম ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৮ মার্চ) দুর্গাপুর মহিলা কলেজ মাঠে এমন ব্যতিক্রম ইফতার অনুষ্ঠিত হয়।
এ সময় আলিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী রেজাউল করিম। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ইমাম ও মুয়াজ্জিনরা বলেন, আমরা বর্তমান সমাজের কাছে খুব অবহেলিত। ঈদ আসলেও আমাদের খোঁজ খবর কেউ রাখেনা। তবে এবার আমাদের সম্মানিত করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন প্রবাসী রেজাউল করিম ভাই। আগে কখনো এভাবে কেউ মূল্যায়ন করেনি। আমাদের খুব ভালো লাগছে প্রথমবার আমরা ঈদ উপহার পেলাম। শুধু তাই নয় প্রতিটি এলাকায় তিনি মসজিদ নির্মাণ ও কুরআন শিক্ষা চালু করার যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা সাধুবাদ জানায়।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, আমাদের এলাকার ইমাম মুয়াজ্জিনদের তেমনভাবে মূল্যায়ন করা হয়না। তাদের সম্মানে সবাইকে এগিয়ে আসা উচিত। এছাড়া উপজেলার প্রতিটি এলাকায় মসজিদ নির্মাণ, মসজিদে শিশুদের জন্য কুরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।