রাজনীতির মাঠে কেউ ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় করবো — হাসানুল হক ইনু এমপি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ ডেস্ক নিউজ, ভেড়ামারা স্পোর্টস একাডেমি আয়োজিত ভেড়ামারা উপজেলা পেশাদার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন জুভেন্টাস ক্লাব-১, রানার্সআপ ধরমপুর ফুটবল একাদশ- ০।
উক্ত খেলা উদ্বোধন করেন জাসদ সভাপতি কুষ্টিয়া -২ ( ভেড়ামারা – মিরপুর ) আসনের মাননীয় এমপি হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতাপ কুমার সিংহ, কাউন্সিলর নজরুল ইসলাম নজু সহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ফুটবলার আতাউর রহমান নায়েব।
হাসানুল হক ইনু এমপি বলেন, খেলার খেলাধুলার মাঠ আর রাজনীতির মাঠ পবিত্র জিনিস। রাজনীতির মাঠে নজর রাখবেন কেউ যেন ফাউল না করতে পারে, ফাউল করলে লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় করবো।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, স্কুল কলেজের পাশাপাশি এ ধরনের খেলাধুলার আয়োজন চালু থাকলে যুব সমাজ মাদকাসক্ত থেকে দুরে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, খেলাধুলা চালু থাকলে যুবকরা মাদকাসক্ত থেকে দুরে থাকবে, সম্প্রীতি বজায় থাকবে।
উক্ত খেলার মিডিয়া পার্টনার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।
অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সেলিমুর রহমান নাসু।
ভেড়ামারা হাই স্কুল মাঠে ফাইনাল খেলাটি শত শত দর্শক উপভোগ করেন।