রমজান মাস উপলক্ষে গাজীপুরে স্বল্প আয়ের মানুষের সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয়

- আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. মামুনুর রশীদ কার্যালয় চত্বরে ওই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিদিন প্রথমে আসা ২০০ জনকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এভাবে ২ হাজার পরিবারের মাঝে বিক্রি করা হবে।
প্রতিজনের কাছে ৩৫০ টাকায় ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে ছোলা ৭২ টাকা, চিনি ৭৮ টাকা, ডাল ৮৫ টাকা, ১ লিটার ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় ভুরুলিয়া এলাকার অটোচালক আবুল কালাম জানিয়েছে, রমজানে এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমাদের খুব উপকার হয়েছে। সারা বছর এ কার্যক্রম চালালে আমাদের মতো অসহায়ও দরিদ্রদের জন্য মঙ্গল হতো।
শিমুলতলী এলাকার গৃহবধূ পারভীন আক্তার জানান, বাজারের ১ কেজি ছোলার দাম ১০০ টাকার উপরে, ১ কেজি চিনির দামও ১০০ টাকার উপরে, সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং ডাল প্রতি কেজি ১৪০ টাকা বিক্রি হচ্ছে। আর এখানে অনেক সাশ্রয়ী মূল্যে আমরা এসব পণ্য পাচ্ছি। এটা আমাদের জন্য খুব উপকার হচ্ছে।