যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি বগুড়ায় গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোঃ জুয়েল(৩৪) র্যাব-১২ বগুড়ার হাতে গ্রেফতার।
২৫’এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে র্যাব-১২ বগুড়ার অভিযানে বগুড়ার মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আমামি জুয়েল দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকার মোঃ আব্দুল গফুর এর ছেলে।র্যাব-১২ বগুড়া এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া জানতে পারে যে,দিনাজপুর জেলার হাকিমপুর থানার থানার মামলা নং,০৭ তারিখ ১০/১২/০৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি জুয়েল বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকায় অবস্থান করছেন।এমন তথ্য ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম ওই
এলাকায় অভিযান পরিচালনা করেন আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোয়াড কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা জানান,গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মোঃ জুয়েল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের হাকিমপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।