মেডিকেলে সুযোগ পাওয়া সাদিকের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক

- আপডেট সময় : ১১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে সুযোগ পাওয়া শিক্ষার্থী সাদিক মাহমুদের দ্বিতীয় বর্ষের পড়াশোনার জন্য আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানের চেক তুলে দেন তিনি। ভর্তি হওয়ার পরও টাকার অভাবে তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছিল।
সাদিক মাহমুদ বলেন, মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল।
রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। পরে জেলা প্রশাসন আমার পড়াশোনা যেন বন্ধ না হয়, সে কারণে আর্থিকভাবে সহায়তা করেছে। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।
সাদিক মাহমুদের বাবা আরফান আলী বলেন, অভাবের সংসারে টানাপোড়েনের মাধ্যমে সাদিক মাহমুদের পড়ালেখা করিয়েছি।
সে এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে।
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সাদিক মাহমুদ রংপুর মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়ার পরও টাকার অভাবে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি নজরে আসার পর দ্বিতীয় বর্ষের পড়াশোনা করার জন্য আমরা তাকে সহায়তা করেছি।
ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে থাকবে। শুধু সাদিক মাহমুদের ক্ষেত্রে নয়, জেলার প্রতিভাবান শিক্ষার্থীদের তাদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা দূর করতে যা প্রয়োজন, জেলা প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে।
সাদিক মাহমুদ জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক নয়াপাড়া মহল্লার আরফান আলীর ছেলে।