মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে তেঁতুলিয়ায় প্রতিবাদ সমাবেশ ও ইউএনওকে স্মারক

- আপডেট সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে করে হাইকোর্টের দেওয়া রায় কার্যকরের দাবিতে তেঁতুলিয়ায়
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় তেতুলিয়ায় চৌরাস্তা বাজারে
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির আহব্বায়ক
খন্দকার মোঃ সামসুজ্জামান নাহিদ এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নায়েব আলী,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ুব আলী,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সদস্য
সচিব আব্দুল রাজ্জাক, প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে এ বাংলাদেশ অর্জিত হয়েছে। আজ সেই দেশে বসে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে চায় একটি চক্র। স্বাধীনতাবিরোধী ওই চক্রটির সব ষড়যন্ত্র রোধ করে অবিলম্বে হাইকোর্টে দেওয়া রায় কার্যকরের দাবি জানান তারা।