মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই – এমপি পুত্র সুজন
- আপডেট সময় : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
মো: আব্দুুস সবুর,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হরিনমারী প্রিমিয়ার লীগ (HPL) ফাইনাল খেলায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন।
রবিবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় হরিণমারী প্রিমিয়ার লীগ(HPL) আয়োজিত ফাইনাল খেলায় হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোসারফ হোসেনের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরদ্দীন ডিগ্রি কলেজের(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মাজাহারুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে গেষ্ট অব অর্নার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী,
সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু ডংগা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দীন কাল্ঠু।
ইউনিয়ন আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম সাজু,মোঃ হায়দার আলী
সহকারী প্রধান শিক্ষক রত্নাই স্কুল এন্ড কলেজ,সাহাজাত আলী সভাপতি ১নং ওয়ার্ড আওয়ামীলীগ,আব্দুল মতিন
ইউপি সদস্য ও যুগ্ন আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমজানখোর ইউনিয়ন শাখা,
কামরুজ্জামান যুগ্ন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা,
মোঃ মাসুদ রানা
প্রভাষক,সমির উদ্দীন ডিগ্রি কলেজ,কফিজুল হক বাবু
সভাপতি ২নং,ওয়াড় আওয়ামীলীগ,মনসুর আলম
সভাপতি ৭নং আমজানখোর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ, রাকিবুস সুলতান রাসেল
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, শ্রী সুধীর চন্দ্র পাল
সাধারণ সম্পাদক স্বেচ্ছালীগ আমজানখোর ইউনিয়ন শাখা,
আব্দুর রাজ্জাক
সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ আমজানখোর ইউনিয়ন শাখা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম সুজন বলেন, যুবসমাজকে যদি খেলা ধুলায় সম্পৃক্ত করা যায় তাহলে সমাজ থেকে মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। সরকার যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখার এবং যুবসমাজ যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সেজন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছে।
এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার আহবান জানান।
পরে তিনি ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।