মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাবলু সভাপতি ও সংগ্রাম সম্পাদক নির্বাচিত

- আপডেট সময় : ১০:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৩ এ সভাপতি হিসেবে মোঃ শফিকুল ইসলাম বাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাজিদুর রহমান সংগ্রাম পুণঃনির্বাচিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবণে সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত মোট ভোট প্রদান করেছেন ২২৬ জন ভোটার। অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। এতে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম (বাবলু) ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আব্দূল মজিদ পেয়েছেন ৬০ ভোট, সহ- সভাপতি পদে মোঃ মশিয়ার রহমান ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ফরিদ হোসেন পেয়েছেন ৮০ ভোট, সাধারন সম্পাদক পদে মোঃ সাজিদুর রহমান সংগ্রাম ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মনিরুল ইসলাম মুকুল পেয়েছেন ৮৬ ভোট, যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা ) পদে শেখ মোঃ গোলাম নবী (শাহিন) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ইমরান হোসেন খান পেয়েছেন ১০৩ ভোট, যুগ্ম সম্পাদক (ফৌজদারী শাখা ) পদে মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী সর্বাধিক ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী দিলীপ কুমার রায় পেয়েছেন ৫১ ভোট, হিসাব নিরীক্ষক পদে মোঃ আনোয়ার জাহিদ ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী নিরমল কুমার বিশ্বাস পেয়েছেন ৯৯ ভোট, কোষাধ্যক্ষ পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ রিজাউল করিম পেয়েছেন ৭৮ ভোট, গ্রন্থাগারিক পদে মোঃ আয়ুব হোসেন সুরুজ ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শফিকুর ইসলাম পেয়েছেন ৯১ ভোট, ক্রীড়া ,সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিংকু রানী গুহ, তার নিকটতম প্রতিদ্বন্দী আমেনা খাতুন লাবনী পেয়েছেন ৮১ ভোট, সদস্য পদে বিজয়ী হয়েছেন শ্রী অমিত কুমার মিত্র, মোঃ আসলাম মিঞা, মোঃ আয়ুব হোসেন মোল্লা, বানীব্রত কুন্ডু, শামস- উল- হুদা চৌধুরী ও মোঃ হারুনার রশিদ ।