মাগুরায় “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরায় “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”।
২৯ অক্টোবর (শনিবার) সকালে মাগুরা সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা, মহোদয়; ড. আশরাফুল আলম, জেলা প্রশাসক, মাগুরা মহোদয়; জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয় সহ আরও অনেকে।
র্যালী শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা, মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং মাগুরা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি মাগুরা কমিউনিটি পুলিশিং ও জেলা আওয়ামী লীগ, আবু নাসের বাবলু, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ,শেখ রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।এসময় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ মাগুরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।