মহীয়সী সনজীদা খাতুনের মৃত্যুতে জাসদের শোক

- আপডেট সময় : ১১:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

এবিসি ন্যাশনাল ডেক্স :
সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক শোকবার্তায় দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সাংস্কৃতিক শিক্ষা সংগঠন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, পাকিস্তানি সামরিক শাসক আইয়ূবের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধসহ বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর আক্রমণের প্রতিবাদে ১৯৬১ সাল থেকে রমনা বটমূলে বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে প্রতিরোধের সংস্কৃতি হিসাবে বর্ষবরণ অনুষ্ঠান চালু করার মূল উদ্যোক্তা, মহান স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির সকল গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামের সহায়ক সাংস্কৃতিক আন্দোলনে গড়ে তোলার পুরোধা সংগঠক, বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সন্জীদা খাতুনের মৃত্যুত গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজন এবং শোকাহত জাতির প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। জাসদের বিবৃতিতে বলা হয়, মহীয়সী সনজীদা খাতুনের মৃত্যুতে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হলো। বাঙালি জাতি একজন অভিভাবক ও বাতিঘর হারালো। জাসদের বিবৃতিতে বলা হয়, দেশ ও জাতির জন্য সনজীদা খাতুনের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।