আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি :
সম্প্রতি ভারতীয় পুরোহিত মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তকিে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবশে ও বিক্ষোভ মিছিল করছেে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজলোর তৌহিদি মুসলমি জনতা।
সােমবার (৩০ সেপ্টেম্বর ) বাদ জোহর এ র্কমসূচি পালন করনে তারা।
এসময় জনতা উপজলোর ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজদি সংলগ্ন ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর একত্রতি হয়ে প্রধান সড়ক হয়ে বাসস্ট্যান্ড হয়ে জামতলা মোড়ে সমাবশেে মিলিত হয়।
সমাাবশে উপস্থতি জনতা দ্বীন ইসলাম,আমার নতো তোমার নতো, বিশ্ব নবী মোস্তফা, মোদির দালালেরা, হুঁশয়িার সাবধান, বিশ্ব মুসলিম এক হও, লড়াই করো, বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান, আল কুরআনরে আলো, ঘরে ঘরে জ্বালো,নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, বিশ্ব নবীর দুশমনরা, হুশয়িার সাবধান ইত্যাদি স্লোগান দনে।
এ সময় বক্তারা বলনে, ভারতরে পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলছেনে সেটা মুসলমান কছিুতইে সহ্য করতে পারে না। অর্ন্তর্বতীকালীন সরকাররে কাছে অনুরােধ কুটনতৈকিভাবে তাদের বিরুদ্ধে প্রতবিাদ করব। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
উক্ত সমাবশেে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি কলজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আজজিুর রহমান স্বপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী শাখার সভাপতি ও ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মনরিুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূরুঙ্গামারী উপজলো সভাপতি মাওলানা মুফতী ওমর ফারুক ফারুকী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, আন্ধারীঝাড়, মুফতী মাহমুদুল হাসান কাসমেী, ভূরুঙ্গামারী। বক্তারা বলনে, বশ্বিরে ইতহিাসে দুইটা বর্বর জাতি রয়ছে, ইসরাইল আর ভারত। ইসরায়লে যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদরে গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষরে পরচিয় দয়িছে। এখন তারা র্ধমীয় অনুভূতিতে আঘাত দিয়ে র্ববর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করছেে এবং বিজেপি সরকার তা সর্মথন দিয়ে গেছে।যা একটা সভ্য জাতির পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যুগে যুগে যারা রাসুলের নামে মিথ্যাচার করেছিলো পরর্বতীতে তাদরে অস্তিত্ত খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়য়িে পড়ছে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার