মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, চিলমারীর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি, মহারাজ কর্তৃক রাসুল (সাঃ) এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে’র সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ লা সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে, উপজেলার চিলমারী সরকারি কলেজ মোড় থেকে, সাধারণ শিক্ষার্থীদের আয়োজন এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মোড় এলাকা থেকে একটি মিছিল বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার ও কলেজ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এসময় মহানবী (সাঃ) কে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ওয়াজকুরুনি রহমান, জিয়াউল ইসলাম, আশরাফুল ইসলাম, এনামুল হক, শাহ আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তব্যরা সবাই কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানান।