ময়মনসিংহ সদরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
তাসলিমা রত্না
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল (২১ ইবি) এবং ময়মনসিংহ পুলিশের একটি বিশেষ টিম আজ ৫ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ৪টার পরে ময়মনসিংহ সদরের আকুয়া খালপার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আপেলকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল সংখ্যক অবৈধ মাদক, দেশীয় অস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। তার নামে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুইটি চাদাবাজি ও হত্যা মামলা রয়েছে।
অভিযান চলাকালীন আপেলের শীর্ষ সহযোগী ইমনের মা শরীফাকেও গ্রেফতার করা হয়। শরীফা তাঁর ছেলে ইমনের অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে জানা যায়। একাধিক অভিযোগ এর ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে, ময়মনসিংহ কোতোয়ালি থানায় ওসি জানান যে গ্রেফতারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।