এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত সুপ্রিম কোর্টের নির্দেশে বঙ্গে একজন প্রতিবন্ধী প্রার্থী কে বাদ দিয়ে চাকরি হারালেন ছাব্বিশ হাজার শিক্ষক  সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত কুড়িগ্রামের হাইওয়ে রোডে ও বাস কাউন্টারে জরিমানা ভুরুঙ্গামারীতে শরিফুল ইসলাম বাবু (৩২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।  জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী বটিয়াঘাটায় অর্ধশতাধিক পূজা মন্ডপে বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে । এসপির প্রত্যাহার চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুরে মহুয়া ট্রেনের বগিতে হঠাৎ  আগুন, ট্রেন চলাচল বন্ধ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার গেঞ্জি বিতরণ

ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের পরিবারকে চেক প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জুলাই-আগস্টে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে । আজ ৩০ নভেম্বর শনিবার
সকালে নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ৪ জেলার শহীদ পরিবারের সদস্য, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা ও উপজেলা সমূহের সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আজকে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছে, আজ থেকে চার মাস আগে তারা তাদের এই সার্ভিসের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল। আন্দোলনের মাধ্যমে, যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে এত বড় একটা অর্জন, এত বড় একটা পরিবর্তন ঘটেছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এই কারণে যে যত দ্রুত আপনাদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি।

তিনি আরো বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আপনাদের ফাউন্ডেশন। এর মাধ্যমে এ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা শুরু হলো, ধাপে ধাপে আরো আর্থিক সহযোগিতা দেওয়া হবে। শহীদ পরিবারের অন্তত একজনের চাকুরীর ব্যবস্থা করা, আমাদের যে আহত যোদ্ধারা অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে ভুগবে কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত-পা হারিয়েছে, তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা এই ফাউন্ডেশনরই কাজ হবে। এটা রাষ্ট্রের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা। আমাদের এ পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ভেরিফিকেশনগুলো কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করা হবে।

উক্ত অনুষ্ঠান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঞ্চালনায়,ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোঃ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন এবং শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের আম্মা প্রমুখ ভক্ত রাখেন।

জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগ থেকে এ পর্যন্ত ৯৩ জন শহীদের তালিকা করেছে। এর মধ্যে প্রথম ধাপে আজ ৫৫ জনের পরিবার পাচ্ছে সহায়তা। প্রত্যেক শহীদ পরিবারের হাতে অনুদানের চেক দেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চেক পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। প্রত্যেক শহীদ পরিবারকে ৫লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদদের পরিবারকে চেক প্রদান

আপডেট সময় : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জুলাই-আগস্টে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে । আজ ৩০ নভেম্বর শনিবার
সকালে নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ৪ জেলার শহীদ পরিবারের সদস্য, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ জেলা ও উপজেলা সমূহের সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আজকে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছে, আজ থেকে চার মাস আগে তারা তাদের এই সার্ভিসের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল। আন্দোলনের মাধ্যমে, যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে এত বড় একটা অর্জন, এত বড় একটা পরিবর্তন ঘটেছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এই কারণে যে যত দ্রুত আপনাদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি।

তিনি আরো বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আপনাদের ফাউন্ডেশন। এর মাধ্যমে এ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা শুরু হলো, ধাপে ধাপে আরো আর্থিক সহযোগিতা দেওয়া হবে। শহীদ পরিবারের অন্তত একজনের চাকুরীর ব্যবস্থা করা, আমাদের যে আহত যোদ্ধারা অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে ভুগবে কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত-পা হারিয়েছে, তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা এই ফাউন্ডেশনরই কাজ হবে। এটা রাষ্ট্রের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা। আমাদের এ পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ভেরিফিকেশনগুলো কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করা হবে।

উক্ত অনুষ্ঠান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঞ্চালনায়,ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোঃ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন এবং শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের আম্মা প্রমুখ ভক্ত রাখেন।

জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগ থেকে এ পর্যন্ত ৯৩ জন শহীদের তালিকা করেছে। এর মধ্যে প্রথম ধাপে আজ ৫৫ জনের পরিবার পাচ্ছে সহায়তা। প্রত্যেক শহীদ পরিবারের হাতে অনুদানের চেক দেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চেক পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। প্রত্যেক শহীদ পরিবারকে ৫লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন