মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের অভিযানে ডাকাতির মাত্র ৬ঘন্টার মধ্যে মূল ০২ ডাকাত গ্রেফতারসহ আক্রান্ত কানাডিয়ান প্রবাসীর মালামাল উদ্ধার করা হয়েছে।
গত ২৮অক্টোবর তারিখ ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মোঃ মতিউর রহমান সস্ত্রীক তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে কিশোরগঞ্জের হাওর এলাকাসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিভ্রমন করে বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকায় গফরগাঁও থানাধীন ঢালিবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারের গতি কমালে অকস্মাৎ অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত তাদেরকে দেশীয় অস্ত্র সহ আক্রমণ করে এবং অস্ত্রের মুখে তাদের ব্যবহৃত স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি, নগদ টাকা, একাধিক ক্রেডিট কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট ডাকাতি করে সাদা রংয়ের অন্য একটি প্রাইভেটকারযোগে ভালুকার দিকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ অফিসার ইনচার্জের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ উক্ত ডাকাত দলকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করেন। অতঃপর ঘটনার মাত্র ছয় ঘন্টার মধ্যে রাত ১৮.০০ ঘটিকায় পাগলা থানা এলাকা হতে উক্ত ডাকাত দলের সদস্য এবং কানাডিয়ান দম্পতির ড্রাইভার ১। মোঃ রিয়াদ খান (২৩)-পিতা বিল্লাল হোসেন, গ্রামমুখী সোনাতলা, থানা পাগলা,জ্বালা ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে অপর ডাকাত ২। মোঃ মুরাদ মিয়া (২৩)-পিতা লিটন মিয়া, গ্রামমুখী মধ্যপাড়া থানা পাগলা, জেলা ময়মনসিংহ , কে গ্রেফতার করা হয় এবং চক্রের অপর সদস্য মোঃ শরীফ এর বাসায় ডাকাতির মালামাল রয়েছে মর্মে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে শরীফের বাসায় অভিযান চালিয়ে রাত্র ২০:৩০ ঘটিকায় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ অন্যান্য সকল চোরাই মালামাল উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত আসামী মোঃ শরীফ, সোহেল মিয়া ও মোঃ রিফাত-দেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। সকল আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
উদ্ধারকৃত মালামাল সমৃহ
ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (নম্বরঃ ঢাকা মেট্রো-গ-২৮-১২৪৭),
স্বর্ণের হাতের চুড়ি ০১টি,
স্বর্ণের ব্রেসলেট ০১টি,
স্বর্ণের আংটি ০২টি,
স্বর্ণের চেইন ০১টি,
নগদ ৪৯,০০০/- টাকা,
০১টি সোনালী ব্যাংকের চেক বই,
বিভিন্ন ব্যাংকের ০৬টি এটিএম কার্ড ওএকটি, ভ্যানেটি ব্যাগ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানার মামলা নং-০৫, তারিখ-২৯/১০/২০২৪ ইং, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়েছে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.