মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৩১ মেট্রিকটন ভারতীয় কয়লাসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ০৭:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
এবিসি অনলাইন নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৩১ মেট্রিকটন ভারতীয় জ্বালানি কয়লা এবং একটি স্টিল বডি নৌকাসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার বানিয়াগাঁও গ্রামের মোঃ সালমান মিয়া (২২) ও একই থানার গোলকপুর গ্রামের মোঃ জামিরুল ইসলাম (২৬)।
গতকাল ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. বুধবার রাত সাড়ে ৮টার দিকে মধ্যনগর থানার এসআই মো: আলমগীর হোসেন এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার সদর ইউপি এলাকাধীন উব্দাখালী নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩১ মেট্রিকটন ভারতীয় জ্বালানি কয়লা ও একটি স্টিল বডি নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে কয়লা বাংলাদেশে নিয়ে আসছিল। তাদের কাছে বৈধ আমদানির কোনো কাগজপত্র ছিল না। এ ঘটনায় মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।