ভোলায়এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল পাওয়া জরিমানা
- আপডেট সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ভোলায়এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল পাওয়া জরিমানা
মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি:-ভোলার সদর রোডে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এই সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের ২য় ও ৩য় তলায় অবস্থিত ল্যাব ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করা হয়। অভিযানে ২য় তলার ল্যাব রুমে ১০-১২ বছর পুরাতন কেমিক্যাল ও রিএজেন্ট পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন কক্ষ অপরিষ্কার অপরিচ্ছন্ন পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিপানা- প্রদান করা হয় এবং ল্যাবরুম আরও পরিষ্কার করতে নির্দেশনা দেয়া হয়।
এর আগে গত ১৯ আগস্ট এশিয়া ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ভুল চিকিৎসায় গর্ভের সন্তান সহ সোনিয়া বেগম (২৭) নামে এক গর্ভবতী মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ওই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। নিহত সোনিয়া বেগমের বাড়ি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মো. কামালের স্ত্রী। কামাল ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ