ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার-
কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে আজ সন্ধ্যায় বাস মালিক সমিতি কর্তৃক কুষ্টিয়া জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতির মালিক ড্রাইভার কে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতি যার রেজিঃ নং- খুলনা-২১১৬। জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতি দীর্ঘদিন ধরে বাস মালিক ও ড্রাইভার কর্তৃক নির্যাতিত হয়ে আসছি। আজ ০৩/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ১০ থেকে ১৫টি সি. এন.জি গাড়ি ভাংচুর এবং ড্রাইভারদের মার-ধর, টাকা সহ লুটপাট করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।
সকল সি.এন.জি মালিক সমিতির ন্যায্য অধিকার ও দাবী সমূহঃ-
১। কুষ্টিয়া শহতে আমাদের কোন নির্ধারিত সি.এন.জি ষ্ট্যান্ড না থাকায় আমাদের গাড়ি শহরের ভিতরে ঢুকলে কুষ্টিয়া বাস মালিক কর্তৃক কয়েকজন লোক লাঠি সহ আমাদের গাড়ি উপরে আঘাত করে এবং আমাদের ড্রাইভারদের কাছ থেকে চাঁদা চাই। চাঁদা না দিলে ড্রাইভারদের মার-ধর ও অনেক অত্যাচার করে। আজ ০৩/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ১০ থেকে ১৫টি সি.এন.জি গাড়ি ভাতুর এবং ড্রাইভারদের মার-ধর, টাকা সহ লুটপাট করা হয়েছে। আমরা এর সু-বিচার চাই।
২। মজমপুর গেট সংলগ্ন আমাদের অটো রিক্সা অটো টেম্পু (সি.এন.জি) স্ট্যান্ড এর ব্যবস্থা করে দিতে হবে এবং যাত্রিবাহী লোকাল বাস টার্মিনাল থেকে চৌড়হাস মোড় হয়ে বাইপাস হয়ে মেইন রোড দিয়ে চলাচল করতে হবে।
প্রশাসন এর সুষ্ঠু বিচার না করলে তারা মানববন্ধন এবং আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন বলে প্রকাশ করবেন।