ভূরুঙ্গামারীতে উত্তম কৃষি চর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছে পার্টনার প্রকল্প

- আপডেট সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখছে ‘পার্টনার প্রকল্প’। কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে ২৮টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং কৃষক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি ফিল্ড স্কুলে ২৫ জন করে কৃষক-কৃষানীকে নিয়ে দশ দিনব্যাপী ১০টি পৃথক সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে পুষ্টি উন্নয়ন, পরিবেশবান্ধব চাষাবাদ ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “পার্টনার প্রকল্পের আওতায় পরিচালিত স্কুল ও সেবা কেন্দ্রগুলোতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষ করে তোলা হচ্ছে। এর ফলে স্থানীয় কৃষকরা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রসর হতে পারছেন।”
তিনি আরও জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ফসলের উপর এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন।