ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
জয়পুরহাটে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলায় সাবেক মেয়র মোস্তাক আবারও গ্রেপ্তার বগুড়ায় বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ টি চোরাই গরু উদ্ধার: গ্রেফতার-০১ শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে প্রতিদিন ইফতার করছেন পাঁচশতাধিক মানুষ স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে বিশেষ সভা অনুষ্ঠিত দৌলতপুরে দৈনিক খবরওয়ালা প্রতিনিধি সবুর মোল্লার আয়োজনে প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল  ঈদের পূর্বে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নি:শর্ত মুক্তির দাবি  ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ১ জন আটক

ভিজিএফের স্লিপ নিয়ে কৃষক দল নেতাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার ইউপি সদস্য শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা মফিজুল হক ও সাইদুর রহমানের বিরুদ্ধে।

 

মফিজুল হক চর রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি।

 

শনিবার (২২ মার্চ) দুপুরে ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণের সময় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য শাহাব উদ্দিন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

 

ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করেন, মফিজ ও সাইদুর আমার কাছে চালের ২০০টি স্লিপ চান। আমি না দিলে তারাসহ আরও প্রায় ১৫-২০ জন এসে আমার বড় ছেলে ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে মারধর করে। সেখান থেকে উপস্থিত সবাই তাদের উদ্ধার করে।

 

পরে চেয়ারম্যানের অফিস কক্ষে বিচারের উদ্দেশে বসলে সেখানেও উত্তেজিত হয়ে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আমরা তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এসব ঘটনার মধ্যে পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায় তারা।

 

ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া কালবেলাকে বলেন, আমার বাবার কাছে মফিজ ও সাইদুর ২০০টি ভিজিএফের স্লিপ চান। স্লিপ না দেওয়ায় আমাকে এবং আমার ভাইয়ের ওপর হামলা করা হয়। আমার মাথায় এবং বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেছে।

 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মফিজুল হক কালবেলাকে বলেন, শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিল। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করে। আমরা এটা বলায় মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করে। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইব। আমাদের কী কোনো কিছুর অভাব রয়েছে। আমরা শুধু বলছিলাম, কীরে এলাকায় গরিব মানুষগুলোরে না দিয়ে তোরা এভাবে চালগুলো নিয়ে যাস কেন। এরপরই আমাদের দিকে তেড়ে এসে সাইদুরকে মারধর করে।

 

রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নম্বর ওয়ার্ড সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা। ছাত্রলীগ ও আওয়ামী লীগের উসকানিতে ওই ঘটনা ঘটছে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ভিজিএফের স্লিপ নিয়ে কৃষক দল নেতাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ 

আপডেট সময় : ১১:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার ইউপি সদস্য শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে কৃষক দলের নেতা মফিজুল হক ও সাইদুর রহমানের বিরুদ্ধে।

 

মফিজুল হক চর রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি।

 

শনিবার (২২ মার্চ) দুপুরে ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণের সময় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য শাহাব উদ্দিন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

 

ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করেন, মফিজ ও সাইদুর আমার কাছে চালের ২০০টি স্লিপ চান। আমি না দিলে তারাসহ আরও প্রায় ১৫-২০ জন এসে আমার বড় ছেলে ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে মারধর করে। সেখান থেকে উপস্থিত সবাই তাদের উদ্ধার করে।

 

পরে চেয়ারম্যানের অফিস কক্ষে বিচারের উদ্দেশে বসলে সেখানেও উত্তেজিত হয়ে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আমরা তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এসব ঘটনার মধ্যে পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায় তারা।

 

ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া কালবেলাকে বলেন, আমার বাবার কাছে মফিজ ও সাইদুর ২০০টি ভিজিএফের স্লিপ চান। স্লিপ না দেওয়ায় আমাকে এবং আমার ভাইয়ের ওপর হামলা করা হয়। আমার মাথায় এবং বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেছে।

 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজিবপুর সদর ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মফিজুল হক কালবেলাকে বলেন, শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিল। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করে। আমরা এটা বলায় মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করে। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইব। আমাদের কী কোনো কিছুর অভাব রয়েছে। আমরা শুধু বলছিলাম, কীরে এলাকায় গরিব মানুষগুলোরে না দিয়ে তোরা এভাবে চালগুলো নিয়ে যাস কেন। এরপরই আমাদের দিকে তেড়ে এসে সাইদুরকে মারধর করে।

 

রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩ নম্বর ওয়ার্ড সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা। ছাত্রলীগ ও আওয়ামী লীগের উসকানিতে ওই ঘটনা ঘটছে।

শেয়ার করুন