ভালুকায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

- আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা জামিরদীয়া মাস্টার বাড়ি এলাকা অবস্থিত ক্রাউন ওয়াস প্রাইভেট লিমিটেড নামের গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে গার্মেন্টসের মূল ফটক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকগন
মহাসড়ক অবরোধের ফলে মহা যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনী সদস্য, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
গতকাল রবিবার রাতে ক্রাউন ওয়াস প্রাইভেট লিমিটেড গার্মেন্টস কারখানার একটি লিফটের গর্ত থেকে সাজ্জাদ হোসেন নামের গার্মেন্টস শ্রমিকের অর্ধগলিত মরা দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
ওই কারখানার শ্রমিকদের ও নিহত সাজ্জাদের বড়এই কারখানার কর্মচারী সেলিম হোসেনের দাবি সাজ্জাদ হোসেনের রহস্যজনক মৃত্যুতে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ জড়িত রয়েছে। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন-পালুপ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শ্রমিকদের আন্দোলন কর্মসূচি পালিত হয়।
পুলিশের উদ্ধারকৃত অর্ধ গলিত মরদেহ নিহত সাজ্জাদ হোসেন এ গার্মেন্টস কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। পঞ্চগড় জেলার কাজীপাড়া এলাকার আজাদ হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন বলে জানা যায়।
সাজাতের বড় ভাই সেলিম জানান তার ভাই নিখোঁজ হওয়ার পর গত শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সামসুল হুদা খান জানান নিহত শ্রমিক ঘটনা থানায়একটি অপমৃত মামলা হয়েছে।