বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা লাহিড়ী বাজারে এমওপি সার ও ডেপ সার ৫০ কেজি বস্তায় ১১৫০ টাকায় বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলা লাহিড়ী বাজারে মেসার্স অনুপম বীজ ভান্ডার স্বত্বাধিকার অজিত কুমার রায় কে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ আরাফাত। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ আরাফাত বলেন, ‘বস্তা প্রতি ১০০ টাকায় এমওপি ও ডেপ সার বেশী বিক্রি, মূল্যতালিকা না থাকায়, দোকানে
ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না থাকায় ওই সার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে।