Ln Md. Jahangir Razib Razu - ABC National News
ডাভোস, সুইজারল্যান্ড:বিশ্বব্যাপী এসএমই খাতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন সম্মেলন Global SME Summit 2025-এ সম্মানিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা কর্পোরেট আইকন ও মার্কেটিং জাদুকর সৈয়দ আলমগীর।
৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তাকে “Distinguished Guest” হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
চার দশকেরও বেশি সময়জুড়ে দক্ষিণ এশিয়ার এফএমসিজি (FMCG) খাতে তাঁর অনন্য নেতৃত্ব, হালাল ব্র্যান্ডিংয়ের অগ্রপথিকতা এবং নৈতিক মার্কেটিংয়ের নতুন ধারা প্রবর্তনের জন্য সৈয়দ আলমগীর আজ আন্তর্জাতিকভাবে সমাদৃত।
তিনি ইতিপূর্বে Jamuna Group, ACI Limited, Akij Ventures, এবং Meghna Group of Industries-এ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানগুলোকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন।
২০২৩ সালে মার্কেটিং জগতের সর্বোচ্চ স্বীকৃতি “Kotler Award” অর্জন করেন তিনি। বিশ্বখ্যাত মার্কেটিং গুরু Philip Kotler নিজ হাতে তাঁর হালাল মার্কেটিং কনসেপ্টকে অন্তর্ভুক্ত করেন বিখ্যাত পাঠ্যবই "Principles of Marketing"-এ, যা বৈশ্বিকভাবে মার্কেটিং শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক বই।
দেশে, ১৯৯৯ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও চ্যানেল আই তাকে “Marketing Superstar” উপাধিতে ভূষিত করে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সৈয়দ আলমগীর লিখেছেন:“Glad to inform u about my participating in Global SME Summit in Davos, Switzerland.”
বিশ্বব্যাপী উদ্যোক্তা, উদ্ভাবক ও পরিবর্তনকারীদের সামনে বাংলাদেশের একজন কর্পোরেট নায়কের এই উপস্থিতি আমাদের জন্য নিঃসন্দেহে এক গর্বের বিষয়।
🌍 বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন:
🌐www.globalsmesummit.com
সৈয়দ আলমগীরের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং গোটা বাংলাদেশের ব্র্যান্ডিং ও গ্লোবাল লিডারশিপে অংশগ্রহণের একটি অনন্য মাইলফলক।
🔤 এবিসি ন্যাশনাল নিউজ - আপনার সত্যের সঙ্গী।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.