বিধাননগর পুলিশ কমিশনারের তৎপরাতায় পদ্মা ফাঁস এক কলসেন্টারের, মোবাইল সহ কয়েক লাখ টাকা উদ্ধার

- আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা
মনোয়ার ইমাম
গতকাল রাতে কলকাতার বিধান নগর পুলিশ কমিশনারের তৎপরাতায় একটি অবৈধ কলসেন্টারে হানা দিয়ে সেখান থেকে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এবং সাথে সাথেই সেখান থেকে বহু মুঠো ফোন উদ্ধার করে পুলিশ। এই কলসেন্টারে থেকে বিভিন্ন যায়গায় চাকরি দেবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলছিল। আগে থেকেই খবর পেয়ে জাল বিছিয়ে বসে পড়েন বিধান নগর পুলিশ কমিশনারের কর্মকর্তারা। এবং আচমকা হানা দায়ে ওখান থেকে উদ্ধার হয় টাকা সহ বহু মুঠো ফোন যে গুলো প্রতারণার কাজে লাগিয়ে বেকার যুবকদের কাছ থেকে টাকা তুলছিল। বহুদিন ধরে খবর পাচ্ছিল বিধান নগর পুলিশ কমিশনারের কর্মকর্তারা। তাই গতকাল সেখানে তল্লাশি চালিয়ে টাকাসহ মুঠো ফোন উদ্ধার করে। সেই সঙ্গে এই প্রতারণা চক্রের সদস্যদের সঙ্গে জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদেরকে আদালতে হাজির করা হবে। এবং এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিধান নগর পুলিশ কমিশনারের কর্মকর্তারা।।