বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদের মণিরামপুরে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদের মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অবস্থান কর্মসূচী, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগনেতা ও যশোর জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, তরুণ আওয়ামীলীগনেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, আওয়ামীলীগনেতা কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেইল, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, আলমগীর কবির লিটন, ইঞ্জি. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর আজিম হোসেন, বাবুলাল চৌধুরী, সুমন দাস, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।