বালিয়াডাঙ্গী ভানোর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নে আয়োজিত সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা যুববিভাগের সভাপতি সাইফুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আলিম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জমায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ৬ নং ভানোর ইউনিয়ন জামায়াতের আমির ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা জমায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। সমাবেশ বক্তারা বলেন, ‘ বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে – জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।