বালিয়াডাঙ্গীতে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপার এর আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপার এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব উত্তম কুমার পাঠক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান,অবিভাবক সদস্য কফিজুল ইসলাম বাদলসহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য,স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারিগন এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার উত্তম কুমার পাঠক স্কুলের ছাত্রছাত্রী উদ্দেশে বাল্য বিবাহ, মাদক, যোতুক, ইভটিজিং ইত্যাদির কুফল ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান এবং এগুলো বিষয় কোথাও ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রতি দেন।
সমাপনী বক্তব্যে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, আজকের যারা ছাত্রছাত্রী তোমরাই আগামী দিনের ভবিষ্যতে তোমরাই একদিন বড় হয়ে এই দেশের হাল ধরবে তাই তোমাদের ভালভাবে পড়ালেখা করতে হবে মরন ব্যাধি মাদক থেকে দুরে থাকতে হবে,অল্প বয়সে বিয়ে করে জীবন ধ্বংস করা যাবে না,বিয়েতে যোতুক দেওয়া ও নেওয়া দুটো থেকেই বিরত থাকতে হবে।এসময় তিনি স্কুলের শিক্ষার্থী ও স্কুলের উন্নয়নের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।