বারুইপুর পূর্বে হিমচির আস্তানা পাকে মাওলা পাকের জন্মদিবস উপলক্ষে ইফতার মজলিস

- আপডেট সময় : ১১:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা
মনোয়ার ইমাম
আজ পবিত্র রমজান মাসের চব্বিশ তম দিবস ও সাতাশে রাত্রি এবং শাহ সুফি মাওলা পাকের জন্মদিবস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন দুই বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পন্ডিত ও চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর হজরত শাহ সুফি আল্লামা হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম ইস্তারশিদ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা শাহ গোলাম মোস্তারশিদ আল কাদেরী কাদরী। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর হিমচি আস্তানা পাকের পরিচালনা কমিটির সদস্যরা এবং হিমচি গ্রামের বাসিন্দারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমচি মাদ্রাসা র জামিয়া মুরশিদ্দিয়া ফায়জানে আহলে বায়েত এর শিক্ষকরা এবং বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক ও হিমচি মন্ডলপাড়া জামে মসজিদের মাতোয়ালী মোশাররফ হোসেন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। ইফতারের দাওয়াতে বিশ্বের সকল এর জন্য দোয়া করেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের সেজ পীর জাদা। তাকে সাহায্য করেছেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব ও ইসলামী চিন্তাবিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোলাম মোস্তারশিদ আল কাদেরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ।।