বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাট জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রঙ্গিন বেলুন উড়িয়ে এ দিবসের সুভ সুচনা করা হয়। পরে জেলা বিএনপির উদ্যোগ একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে পথসভা মিলিত হয়। জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির হিসাবে বক্তৃতা করেন ,কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড: শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ,মাহবুবুর রহমান টুটুল, যুগ্ম আহবায়ক ও জেলা ছাএদলের সাবেক সভাপতি পিসি কলেজ ছাএ সংসদে ভিপি খাদেম নিয়ামুল নাসির আলাপ, সৈয়দ নাসির আহমেদ মালেক,সমশের আলী মোহন,আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা, হাদিউজ্জামান হিরু, যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, প্রমূখ ।