বাগেরহাটের ফকিরহাট স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী পলাতক
- আপডেট সময় : ১০:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী মোঃসোহাগ শেখ (৪০) পলাতক রয়েছে। নিহত ডলি বেগমের (৩৫) স্বামীর বাড়ী খুলনার রূপসা এলাকার হলেও স্বামী মোঃসোহাগের সাথে বাগেরহাটের ফকিরহাটের লখপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করত, ডলি বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা বাদি হয়ে ফকিরহাট থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।
হনিতের মা নার্গিস বেগমসহ স্বজরনা জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন। তখন পুলিশকে অবহিত করলে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পারিবারিক কলহে ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহতের স্বামী স্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হবে।