বাগেরহাটের ফকিরহাটে মাদক কারবারিকে কারাদণ্ড
- আপডেট সময় : ১০:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতবনিধি:
বাগেরহটের ফকিরহাটে ১ এক মাদক কারবারিকে ৩ তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেনহাটের ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত মাদক কারবারি সরদার বিল্লাল হোসেন (৩৭) উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।
বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমীন জানায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কাকডাঙ্গা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে মাদক কারবারি সরদার বিল্লাল হোসেন ( ৩৭)কে গ্রেফতার করা হয়। এসময় তার জিম্মায় থাকা প্রায় একশ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী গ্রেফতারকৃত মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমীন ও ফকিরহাট মডেল থানার এএসআই আজাদুল হক উপস্থিত ছিলেন।