বাগমারায় শিশুকে ধর্ষণের চেষ্টায় তরুণকে আটক
- আপডেট সময় : ১০:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
এবিসি অনলাইন নিউজ ডেস্কঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে। দুপুরে পুলিশে দেওয়ার আগে ওই তরুণকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
এ ঘটনায় বিকেলে শিশুটির পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে। ওই শিশুর বাবা জানান, তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। শিশুটি ভয় পেয়ে গেছে। বাড়িতে রেখে ভীতি দূর করার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তরুণের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। ছয় মাস আগে তিনি বাগমারায় এসে বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন। তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের ধর্মীয় বই পড়াতেন। দুপুরে শিশুটি বিদ্যালয় থেকে বাড়িতে যাচ্ছিল। পথে ওই তরুণের ভাড়া বাড়ির সামনে পৌঁছালে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেন তিনি। এ সময় শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের এ ঘটনা জানায় শিশুটি। পরিবারের সদস্যদের মাধ্যমে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়ে ওই তরুণের সন্ধান শুরু করেন। পরে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত তরুণের ভাড়া বাড়ি ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেখান থেকে ধরে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় এলাকার কয়েকজন ব্যক্তি ওই তরুণকে উদ্ধারের চেষ্টা করলে ক্ষুব্ধ লোকজনের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। অবস্থা বেগতিক হলে পুলিশ ডাকা হয়। থানা থেকে পুলিশের একটি দল বিকেলে ঘটনাস্থলে এসে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে যায়।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওই তরুণকে আটক করা হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।