বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮৩ বার পড়া হয়েছে
বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিয়া রোমান
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদরের বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট, ফরিদপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ ঘোষাল জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর,জনাব মোহাম্মদ ইকবাল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফরিদপুর সদর উপজেলা,জনাব শাহ্ মোঃ এমার হক, চেয়ারম্যান, গেরদা ইউনিয়ন পরিষদ, ফরিদপুর।সভাপতিত্ব করেন: ড. মাসুদ রেজা, সভাপতি, কার্যকরী পর্ষদ বাখুন্ডা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর।.
প্রধান অতিথি বক্তব্যে বলেন বাখুন্ডা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তিনি আরও বলেন এইখানে ম্যানেজিং কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেভাবে সমন্ধয় করে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ফরিদপুরবাসির জন্য তা একটি অন্যান্য মডেল হিসেবে থাকবে, আমরা অনেক সময় দেখে থাকি ম্যানেজিং কমিটি এবং সভাপতির দ্বন্দ্বের কারণে শিক্ষা ব্যবস্থাপনা ধ্বংসের মুখোমুখি চলে গিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র অঞ্চলে এই এখনো উজ্জ্বল হয়ে রয়েছে, আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ফরিদপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার জন্য আমরা সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবো, তিনি আরও বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বছরে একবার হয়ে থাকে, এর পাশাপাশি যদি বিভিন্ন ঋতু ভিত্তিক প্রতিযোগিতা যদি আয়োজন করে অত্যন্ত দুইটি থেকে তিনটি খেলার আয়োজন করে ছেলে মেয়েরা শারীরিক চর্চা এবং সৃজনশীলতা ফিরে পাবে বিষয়টি ভেবে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে।
ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করতে আসা প্রাক্তন একজন শিক্ষার্থী হিরু হাওলাদার বলেন আমার দেখা বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এত সুন্দর অনুষ্ঠান এর আগে নজরে আসেনি যার কৃতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ওমর ফারুক স্যার।
ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি বিদ্যালয়কে পরিপাটি এবং পরিপূর্ণ রূপ দেওয়ার অন্যতম কারিগর, ছাত্র ছাত্রীদের পাঠদান কার্যক্রমের মান এবং খেলাধুলার মানসম্মত রুপ দিয়েছেন দেখেই ফরিদপুরের মধ্যে বাখুন্ডা উচ্চ বিদ্যালয় অন্যতম।
ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য ক্রীড়া শিক্ষকসহ সবাই যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা প্রশংসনীয়।
বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে মাঠের একপ্রান্তে একটি স্টেজ তৈরি করা হয়েছিল। স্টেজ ও মাঠ বেলুন, কাগজের ফুল, রিবন ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। স্টেজ ও মাঠের এই সজ্জা সুধীবৃন্দের দৃষ্টি কেড়ে নিয়েছিল।