বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনের মূলমন্ত্র ” শীর্ষক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ ইং উপলক্ষে আলোচনা সভা ১০ নভেম্বর বিকেল ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সন্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবি পরিষদ ময়মনসিংহ বিভাগ এর আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সন্মিলিত পেশাজীবি পরিষদ ময়মনসিংহ বিভাগ এর সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকৃবির ভাইস চ্যান্সলর প্রফেসর ড. একেএম ফজলুল হক ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জিকেএম মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী এডভোকেট আব্দুল বারী,এডভোকেট নূরুল হক,এডভোকেট আনোয়ার আজিজ টুটুল, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী,ডাক্তার লিটন প্রমূখ নেতৃবৃন্দ।