বাংলাদেশ শিক্ষক সমিতির তেতুলিয়ায় উপজেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক

- আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি! খাদেমুল ইসলাম!!
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সভাপতি শাালবাহান ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল ফারুক।
গত সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতি (বাশিস)তেতুলিয়ায়
উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আমজুয়ানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমের আলী
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাজী শাহাবদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ এমদাদুল হক , বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজুর হক, শালবাহান হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃকাবুল হোসেন,শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর প্রমুখ।