এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, তাই দিনের বেলায় 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্কঃ

ছোটবেলাতেই মাধ্যমিকে গিয়ে বইতে পড়েছি ভাব সম্প্রসারণ “যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তা দেখিবেনা আর নিশিতে প্রদ্বীপ ভাতি”।

আর আজ দিনের বেলা তারই বহিঃপ্রকাশ হিসেবে বাতি জ্বলতে দেখলাম।

কয়েকদিন ধরে মগবাজার ফ্লাইওভারে বেশ কয়েকটা লাইট সারাদিন রাত 24 ঘন্টা জ্বলতে দেখা যাচ্ছে। যেন নেভানোর লোক নেই, অথবা সুইচ নষ্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ অপচয় রোধের কথা বলছেন জনগণকে, কিন্তু বিদ্যুৎ অধিদপ্তরের লোকজন বিদ্যুৎ অপচয় করছে এর দায় কে নেবে।

শুধুমাত্র মগবাজারে নয় বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই একই রকম অবস্থা। মূল ঘটনা হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেটাকে। আমাদের ঘণ্টা বাঁধার দরকার নেই। আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমাদের টাকা দিয়েই তো এই বিদ্যুতের আলো জ্বলছে, ফ্যান ঘুরছে, কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি চলছে।

এর দায় কি আমাদের নিতে হবে না?

বিষয়টি কর্তৃপক্ষের নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, তাই দিনের বেলায় 

আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

এবিসি নিউজ ডেস্কঃ

ছোটবেলাতেই মাধ্যমিকে গিয়ে বইতে পড়েছি ভাব সম্প্রসারণ “যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তা দেখিবেনা আর নিশিতে প্রদ্বীপ ভাতি”।

আর আজ দিনের বেলা তারই বহিঃপ্রকাশ হিসেবে বাতি জ্বলতে দেখলাম।

কয়েকদিন ধরে মগবাজার ফ্লাইওভারে বেশ কয়েকটা লাইট সারাদিন রাত 24 ঘন্টা জ্বলতে দেখা যাচ্ছে। যেন নেভানোর লোক নেই, অথবা সুইচ নষ্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ অপচয় রোধের কথা বলছেন জনগণকে, কিন্তু বিদ্যুৎ অধিদপ্তরের লোকজন বিদ্যুৎ অপচয় করছে এর দায় কে নেবে।

শুধুমাত্র মগবাজারে নয় বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই একই রকম অবস্থা। মূল ঘটনা হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেটাকে। আমাদের ঘণ্টা বাঁধার দরকার নেই। আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমাদের টাকা দিয়েই তো এই বিদ্যুতের আলো জ্বলছে, ফ্যান ঘুরছে, কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতি চলছে।

এর দায় কি আমাদের নিতে হবে না?

বিষয়টি কর্তৃপক্ষের নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন