বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের

- আপডেট সময় : ০৬:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

এবিসি ডেক্স নিউজ :
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ব্যবসাবান্ধব করতে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে, এবং নতুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
কুয়ালালামপুরে বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক ব্যবসা ফোরামে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন,
“অতীতে বাংলাদেশে ব্যবসা আমার প্রত্যাশামতো এগোয়নি। কিন্তু নতুন বাংলাদেশে অনেক কিছুই উদ্ভাসিত হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসায়িক সুযোগ। আমরা সর্বোচ্চ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করছি… আমি বাংলাদেশের পরিবর্তনে অসীম সম্ভাবনা দেখছি।”
তরুণ প্রজন্ম ও প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“বাংলাদেশে তরুণ ও সৃজনশীল মানুষ রয়েছে। বিদেশে থাকা তরুণ বাংলাদেশিরা সবসময় দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষা রাখে—বিনিয়োগকারীদের উচিত সেই শক্তিকে কাজে লাগানো।”
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণে সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
এক্সিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী বিবেক সূদ বাংলাদেশে তাদের ২৮ বছরের প্রবৃদ্ধি ও অংশীদারিত্বের সাফল্যের অভিজ্ঞতা শেয়ার করেন।
ফোরামে আরও উপস্থিত ছিলেন—পেট্রোনাস-এর প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক; খাজানাহ ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জাহির; সাইম ডার্বি প্ল্যান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (KLK), আইওআই কর্পোরেশন ও ফেলদা গ্লোবাল ভেঞ্চার্স (FGV)-এর শীর্ষ কর্মকর্তা; প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সাইয়েদ ফয়সাল আলবার এবং টপ গ্লোভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।
ব্যবসা ফোরামের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NCCIM) ও বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।