বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান
- আপডেট সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়ন বিএনপি আয়োজনে কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিমুর রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে। শনিবার বিকেল ৩ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবানের লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শনিবার (৭ ডিসেম্বর) গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন তালিম,
উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান শেখ, সাবেক সহসভাপতি মো. ফিরোজ আকুঞ্জী।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরাফত হোসেন, বাগেেরহাট জেলা যুবদলের সদস্য মো. মাজহারুল ইসলাম রিপন প্রমুখ। এ সময় গৌরম্ভ ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।