এ এইচ অনিক
বিশেষ প্রতিনিধি :-
গতরাতে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা বরিশাল সড়কের এম এ জলিল সেতুতে কিছু উশৃংখল যুবক মাদক সেবন করে মাতলামি করছিলেন, এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও উজিরপুর থানা পুলিশের অভিযানে ১২ মাদকসেবিকে গ্রেফতার করা হয়। যৌথবাহিনির অভিযানে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত ও উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর আলম খাঁন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গন।
আসামিরা হলেন বরিশালের বিমান বন্দর থানা এলাকার মোঃ শাওন(২০), পিতা- আবুল হাশেম সরদার, সাং- উলাল ভাটনা, সাজ্জাদ হোসেন উৎসব কাজী (২০), পিতা- মৃত মোক্তার কাজী, সাং- উলাল ভাটনা, কাওছার হোসেন সৈকত (২০),পিতা- খোকন হাওলাদার, সাং- উলাল ভাটনা, সর্ব থানা- কাউনিয়া, মেহেদী হাসান (১৯), পিতা- কবির হোসেন খান, সাং- লাকুটিয়া, মেহেদী হাসান (২১), পিতা- রাশেদ খান, সাং- কাগাশুরা, মোঃ সাব্বির হোসেন (২১), পিতা- আব্দুল মালেক হাওলাদার, সাং- তিলক, মোঃ আরমান (২২), পিতা- আমিরুল ইসলাম, সাং- তিলক, মোঃ আব্দুল্লাহ আকাশ(২১), পিতা- আয়নাল হোসেন দর্জী, সাং- মগরপাড়া, ফেরদৌস বাপ্পী (২০), পিতা- হারুন অর রশিদ, সাং- তিলক, মোঃ তরিকুল ইসলাম (২০), পিতা- আঃ ছালাম হাওলাদার, সাং- তিলক, মোঃ ইব্রাহিম ঘরামী (২১), পিতা- মৃত শাহে আলম ঘরামী, নাং- চাঁদপাশা, সিনদিত নাহিয়ান শাহাদ (২০), পিতা- মোঃ শাহাজাহান রাড়ী, সাং- মগরপাড়া, সর্ব থানা- বিমানবন্দর, জেলা- বরিশাল। রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের মাদক আইনে মামলা দেখিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার