বটিয়াঘাটায় জেলা পরিষদ সাবেক সদস্য মোল্লা মোঃ মিজানুর রহমানকে সম্মামনা প্রদান ।
- আপডেট সময় : ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ১০০ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় মানবাধিকার সংরক্ষণ কমিশনের উদ্দ্যোগে জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান জেলা পরিষদের ৬ নং সাধারণ ওয়ার্ডের টিউবওয়েল প্রতিকের প্রার্থী মোল্লা মোঃ মিজানুর রহমান সমাজে অসামান্য অবদান রাখায় গতকাল বুধবার বেলা ১২ টায় স্থানীয় সাচিবুনিয়া চৌরাস্তা মোড়ে নিজেস্ব কার্যালয়ে সম্মামনা স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করেন আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংরক্ষণ কমিশন । বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মোল্লা আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের কেন্দ্রী মহাসচিব সরদার মোমিনুল ইসলাম পারভেজ । বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংরক্ষণ কমিশনের জেলা সাধারণ সম্পাদক সরদার লিয়াকত আলী । মানবাধিকার সংরক্ষণ কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ শেখ, মোঃ টিপু সুলতান, শেখ দীন মোহাম্মদ ডাঃ রাশেদ, মোঃ কবির, মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক ইমরান হোসেন সহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মানবাধিকার সংরক্ষণ কমিশনের সদস্যবৃন্দ ।