ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটা থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে আয়োজন করে । প্রেস ব্রিফিংয়ে বলেন,গত ২ ফেব্রুয়ারি তারিখে খুলনা জেলার আড়ংঘাটা থানার মোঃ সেলিম শেখের পুত্র মোঃ আল মামুন শেখ (২৩), বাদী হয়ে খুলনা জেলার বটিয়াঘাটা থানার দাউনিফাঁদ এলাকার বিবাদী রাইসা (২৩) (ফেসবুক আইডি নাম) সহ অজ্ঞাতনামা ০৪ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেন যে, গত ৩১ জানুয়ারি তারিখে ফেসবুকে বিবাদীর সহিত অভিযোগকারীর পরিচয় হয়। একপর্যায়ে বিবাদীর সহিত অভিযোগকারীর কথাবার্তার মধ্যে দিয়ে গত ১ ফেব্রুয়ারি তারিখে সন্ধ্যা অনুমান ৬ টায় সাচিবুনিয়া মোড়ে বিবাদীর সহিত অভিযোগকারীর দেখা হইলে বিবাদী তাহাকে তাহার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। অভিযোগকারী বিবাদীর কথায় সরল বিশ্বাসে বিবাদীকে বাদীর ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেল, যাহার চেসিস নং-PS2RG64100A140694, ইঞ্জিন নং-G3L5E0360245 রং-ডার্ক নাইট এ বিবাদীকে উঠিয়ে একই তারিখে সন্ধ্যা অনুমান ৭ টার সময় বটিয়াঘাটা থানাধীন দাউনিয়াফাঁদ (মল্লিকের মোড়) গ্রামস্থ মল্লিকের মোড় হইতে উত্তর-পশ্চিমগামী ইটের রাস্তা দিয়া অনুমান আধা কিঃ মিঃ পৌঁছানো মাত্রই অজ্ঞাতনামা ০৪ জন বিবাদী অভিযোগকারীর পথরোধ করে। তখন অভিযোগকারীর উক্ত অজ্ঞাতনামা ০৪ জন বিবাদীদের নিকট এহেন কাজের কারণ জিজ্ঞাসা করিলে বিবাদীরা তাকে এলোপাতাড়িভাবে কিল, চড়, থাপ্পড় মারিয়া নীলা-ফোলা জখম করে। একপর্যায়ে বিবাদীরা অভিযোগকারীর ব্যবহৃত উক্ত মোটরসাইকেল, যাহার ক্রয়মূল্য দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা, ০১টি ওয়ান মোবাইল ফোন, মূল্য-ছত্রিশ হাজার নয় শত নব্বই টাকা, যাহাতে সিমকার্ড নং-০১৯৯৮-৫১৪০৬৪ সংযুক্ত ছিল, অভিযোগকারীর ০১টি ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ও নগদ ১৫'শ টাকা নিয়া বিলের মধ্যে নিয়ে বেঁধে রেখে চলে যায়।
উক্ত অভিযোগটি থানায় প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ, বটিয়াঘাটা থানা প্রাথমিক তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) কৌশিক কুমার সাহা, বটিয়াঘাটা থানা, খুলনার উপর তদন্তভার অর্পণ করিলে এসআই (নিরস্ত্র) কৌশিক কুমার সাহা বিষয়টি অতীব গুরুত্বের সহিত বিবেচনা করিয়া তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযোগে উল্লেখিত বিবাদী রাইসা (২৩) সহ অজ্ঞাতনামা বিবাদীদের প্রকৃত নাম-ঠিকানা সংগ্রহ সহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য গোপনে ও প্রকাশ্যে তদন্ত করেন। তদন্তকালে ঘটনার সহিত সরাসরি জড়িতদের প্রাথমিকভাবে সনাক্ত হওয়ায় অভিযোগকারীকে বিষয়টি জানালে ভিকটিম বাদী হয়ে আসামী খুলনা জেলার বটিয়াঘাটা থানার ছয়ঘরিয়া এলাকার গুরুদাসের পুত্র মিল্টন মন্ডল (৩২) , জেলার বটিয়াঘাটা থানার একই এলাকার হরমুজ হাওলাদারের পুত্র মোঃ ইমরান হোসেন (৩০) , খুলনা মহানগরীর পিটিআই মোড় এলাকার শিবলী (২৪) ও মহানগরীর পশ্চিম টুটপাড়া আলীবাট মোড় এলাকার আবুল ঢালীর পুত্র আফরোজা খাতুন (২২) দের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করিলে বাদীর এজাহারের প্রেক্ষিতে বটিয়াঘাটা থানার মামলা নং-২০, গত-১৯ মার্চ ধারা-৩৯৪ পিসি রুজু হয়। উক্ত মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার খুলনা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বটিয়াঘাটা থানা, খুলনায় কর্মরত এসআই (নিঃ) কৌশিক কুমার সাহা এজাহারনামীয় আসামী মিল্টন মন্ডল- কে গত ২০ মার্চ বটিয়াঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করেন। উক্ত আসামীর স্বীকারোক্তি মোতাবেক আফরোজা খাতুন-কে গত ২১ মার্চ গ্রেফতার করা হয়। আসামী আফরোজার স্বীকারোক্তি মোতাবেক গত ২২ মার্চ এসআই (নিঃ) কৌশিক কুমার সাহা সংগীয় ফোর্সসহ বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান পরিচালন করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী বাগেরহাট জেলার মংলা থানার চিলা গাববুনিয়া এলাকার মোঃ এস্কেন শেখের পুত্র মোঃ মারুফ শেখ (২২)-'কে গ্রেফতার করেন এবং মামলার ঘটনার সময় লুণ্ঠিত বাদীর ব্যবহৃত হেলমেট উদ্ধারপূর্বক জব্দ করেন। গতকাল ২৭ মার্চ বৃহস্পতিবার অফিসার ইনচার্জ, বটিয়াঘাটা থানা, এসআই (নিঃ) কৌশিক কুমার সাহা সংগীয় ফোর্সসহ এবং মোংলা থানা এসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুল্লাহ এর সহযোগীতায় পুনরায় বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান পরিচালন করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী মংলা থানার বাঁশতলা ( সরদার বাড়ী) এলাকার শহিদুল সরদারের পুত্র সুমন সরদার (২৬)-কে গ্রেফতার করে মামলার ঘটনায় লুণ্ঠিত ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেলটি বাগেরহাট জেলার মোংলা থানাধীন চিলা গাববুনিয়া গ্রাম হইতে উদ্ধারপূর্বক এসআই (নিঃ) কৌশিক কুমার সাহা জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামিদের আদালতে হাজির করা হয় এবং আদালত আসামিদের জেলহাজতে প্রেরণ করেছে ।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.