বঙ্গবন্ধুর কবর জিয়ারত উদ্দেশ্য রাওনা পথে ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের গাড়ি দূর্ঘটনার কবলে ।

- আপডেট সময় : ০৯:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর কবর জিয়ারত উদ্দেশ্য রাওনা পথে ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের গাড়ি দূর্ঘটনার কবলে ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে ফেনী- পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছেন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম তাঁর ব্যক্তিগত গাড়ি (চট্রো মেট্রো – ঘ ১১-৩১৬৬) বিপরীতদিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা কে সাইড দিতে গিয়ে এদুর্ঘটনার কবলে পড়েন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি সহ তাঁর গাড়িতে থাকা ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম।
বিশেষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম সহ আওয়ামী লীগের বেশ কয়েক জন নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের গাড়ি ফেনী -পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকায় পৌছালে ঘনকুয়াশায় একটি সিএনজি চালিত অটোরিকশা বেপরোয়া গতিতে তাঁর গাড়ির সামনে চলে আসে। এসময় অটোরিকশার যাত্রীদের রক্ষা করতে গিয়ে চালক তাঁর গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশে মুচড়ে যায়।
উপজেলা চেয়ারম্যান জানান, অটোরিকশার চালক একটি ট্রাককে ওভারটেক করার সময় তাঁর গাড়ির সামনে চলে আসলে এঘটনা ঘটে। এতে তাঁর গাড়ির গতি কমছিল। সবাইকে আল্লাহ রক্ষা করেছেন। পরে তাঁরা বাসে করেই টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানা গিয়েছে।