বগুড়ায় র্যাবের অভিযানে ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি ও মামলার প্রধান আসামী সাগর গ্রেফতার

- আপডেট সময় : ০৩:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাবের অভিযানে সদর থানাধীন নুনগোলা মৌজা এলাকা থেকে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্হাপন ব্লাকমেইল, পুর্নোগ্রাফি ও র্যাব সদস্য পরিচয়দানকারীর প্রধান আসামী শিহাব হোসেন সাগর(২১)কে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ হাতেনয়তে গ্রেফতার করা হয়েছে।
১২ এপ্রিল(শনিবার) সময় সাড়ে ১০টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,র্যাব সদস্য পরিচয়য়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্হাপন, ব্ল্যাকমেইল ও পুর্নোগ্রাফি মামলার প্রধান আসামী অস্ত্রসহ বগুড়া জেলা সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী মৌজা এলাকায় অবস্থান করছেন। এমান সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে র্যাব-১২,বগুড়া অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুইটি স্মার্ট ফোন,দু’টি বাটন ফোন,তিনটি সীমকার্ড, দু’টি মেমোরি কার্ড,দু’টি বার্মিজ চাকু, একটি সিপিইউ,একটি হার্ড ডিক্স,একটি এসএমডি কার্ড,একটি রাদ দা,চারটি কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু,একটি চাপাতি, একটি ছোড়াসহ সাগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী শিহাব হোসেন সাগর বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।এসব তথ্য নিশিত করেছেন র্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
উল্লেখ্য, আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্হাপন করত এবং তাদেরকে বিভিন্ন র্যাব সদস্যদের ছবি প্রেরণ করত। সম্পর্কের এক পর্যায়ে আসামী ভিকটিমদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত।যার পরিপেক্ষিতে আসামী সাগর ভিকটিমদের নিকট হতে তাদের স্পর্শকাতর ভিডিও সংগ্রহ করত। যার মাধ্যমে আসামী সাগর ভিকটিমদের সাথে বিভিন্ন সময় শারীরিক সন্পর্ক স্হাপন করত এবং সেগুলোর ভিডিও ধারন করে তাদেরকে ব্ল্যাকমেইল করত।