বগুড়ায় র্যসবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০১

- আপডেট সময় : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

শাজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে অভিনব কায়দায় যাত্রী বেশে মাদকদ্রব্য পরিবহনকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ লিটন আলী ওরফে অপু(১৯) নামের এক মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
২৭ মার্চ(বৃহস্পতিবার)বেলা ১২.৫০ ঘটিকার সময় গোপন সংবাদে র্যাব-১২ বগুড়া জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১২৫০ ঘটিকায় অধিনায়ক র্যাব-১২ মহোদয় এর দিকনির্দেশনায়, র্যাব-১২, সিপিএসসি,
বগুড়া এর নেতৃত্বে ও র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বেতগাড়ী গ্রামস্থ Clean Fuel EC Distribution Limited এর ২০ গজ দক্ষিণে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মোঃ লিটন আলী ওরফে অপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল,একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ডসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদদক কারবারি লিটন আলী ঠাকুরগাঁও জেলার রানীসংকৈর থানার মহারাজা, নয়াবন্দর গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে।
র্যাব-১২,বগুড়া কোম্পানির কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত
আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।