বগুড়ার শিবগঞ্জে ক্ষতিগ্রস্হ ১০ পরিবার পেলো উপজেলা প্রশাসনের সহায়তা

- আপডেট সময় : ১১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ও অসচ্ছল ১০টি পরিবাবের মাঝে ঘর নির্মাণে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করলেন উপজেলা প্রশাসন।
০২ জুলাই(বুধবার) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাকৃতিক দূর্যোগ,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ও অসচ্ছল ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে এ ঢেউটিন ও গৃহনির্মাণ বাদব অর্থের চেক প্রদান করা হয়।শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান উপস্থিত থেকে ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে ভুক্তভোগী আকবরা আলী বলেন,আমার ঘরের টিন ঝরে ক্ষতিগ্রস্হ হয়েছিল। অর্থের অভাবে আমি ঘরের চাল মেরামত করতে পারছিলাম না।উপজেলা প্রশাসনের সহায়তায় আমি আমার ঘরের টিন পেয়েছি। এ সহায়তা পেয়ে আমার পরিবারের অনেক উপকার হলো।
উক্ত সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উইপি চেয়ারম্যান ফাইমা আক্তার প্রমূখ।