বগুড়ার শাজাহানপুর বিনামূল্যে ৩৩শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২০২৪- ২০২৫ অর্থ বছরে রোপা আমন,গ্রীস্মকালীন পেয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন,হাইব্রিড মরিচ,সবজি চারা, নিমচারা বেলচারা, জাম চারা,কাঁঠাল , আম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১লা জুলাই(মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুনের সার্বিক ব্যবস্হাপনায় কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ ও মোঃ মোসাদ্দেক হোসেন শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত বিতারণ অনুষ্ঠান উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩৩০০( তিন হাজার তিনশ) কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ৫ কেজি ধানের বীজ, ১০কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।