বগুড়ার শিবগঞ্জে হিমাগার মালিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে হিমাগার মালিকদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
২৬ সেপ্টেম্বর(মঙ্গলবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, পকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্হাপক আখতারুজ্জামান মিলটন,হিমাদ্রী লিমিটেড কোল্ড স্টোরেজের নূরুন্নবীসহ উপজেলার ১৫টি হিমাগারে মালিক ও ব্যবস্হাপকগন।
সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সরকার নির্ধারিত মূল্যে আলু ক্রয়- বিক্রয় নিশ্চিত করতে হবে। হিমাগার গুলোতে বীজ আলু ছাড়া খাবার আলু মজুূূদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবেনা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
এদিকে শিবগঞ্জ উপজেলায় পাইকারি ও ভোক্তা পর্যায়ে আলুর মুল্য সহনীয় রাখতে আজ মহাস্হান বাজার মনিটরিং করেছেন নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বাজার মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জনিয়েছেন তিনি।