বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি,
বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইমরান (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
২৫ অক্টোবর (বুধবার) বিকাল ৩টার দিকে শিবগঞ্জ পৌর এ লাকার বেলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট নিহত ইমরান বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
নিহতের ছোট ভাই ইনছান আলী জানান, ইমরান বাড়ির পাশে পুকুরে সাবমারসিবল পাম্প বসিয়ে সেচ দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে পুকুরের পানিতে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে ইনসান বিদ্যুতায়িত হন। এরপর আহত অবস্থায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইমরানের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।