বগুড়ায় র্যাবের অভিযানে নাশকতা মামলায় গ্রেফতার-৩

- আপডেট সময় : ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে নাশকতা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার ( ০১ নভেম্বর) দিবাগত রাতে র্যাব-১২ বগুড়া, জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন ধামাহার দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সাজু আহম্মেদ রবি(৩৫), বগুড়া শহরের সূত্রাপুর মেশিনপট্টির আব্দুল মান্নান ওরফে মাহফুজার রহমানের ছেলে মোঃ সামিউল শেখ সন্ধি(৩০) ও শহরের মালতি নগর দক্ষিণ পাড়ার মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ(৩৭)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামিদেরকে বুধবার (০১ নভেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।